images

জাতীয়

ফের নিবন্ধিত সব দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৩, ০৭:১৮ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে দুই ভাগে বসবে কমিশন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এই কথা জানিয়েছেন।

সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: পরিবেশ ‘অনুকূল’ দেখছে ইসি, নভেম্বরের প্রথমার্ধেই তফসিল

ইসি সচিব বলেন, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

EE

নির্বাচনকালীন সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চাইছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। অন্যদিকে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ইস্যুতে বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের মধ্যেই সংলাপে বসার উদ্যোগের কথা জানাল নির্বাচন কমিশন। এর আগেও একবার এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে। যদিও বিএনপিসহ কয়েকটি বিরোধী দল তাদের সংলাপের আহ্বানে সাড়া দেয়নি।

আরও পড়ুন: পরিস্থিতি প্রতিকূলে থাকলেও যথাসময়ে নির্বাচন: সিইসি

এদিকে, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক হয় পিটার হাসের। বৈঠকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত। এরপরই সংলাপে বসার খবর জানাল নির্বাচন কমিশন।

বিইউ/জেবি