জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৩, ০১:১১ পিএম
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখতে এবং জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অ্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সারাদেশে টহল দিচ্ছেন। রাজধানীতে ৮৭টি এবং ঢাকার বাইরে ১৫৯টিসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম চলমান রয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো খুদেবার্তায় বিষয়টি জানানো হয়েছে।
তাতে আরও জানানো হয়েছে, জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে র্যাব ফোর্সেস ব্যাটালিয়নগুলোর নিজ নিজ এলাকায় রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। ঢাকাস্থ ব্যাটালিয়ন র্যাব-১ রাজধানীর বিমানবন্দর, পূর্বাচল, কুড়িল, গুলশান, উত্তরা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে; র্যাব-২ রাজধানীর শ্যামলী, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন, বিজয় সরনি, আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট এলাকায়; র্যাব-৩ রাজধানীর মতিঝিল, পল্টন, শাপলা চত্বর, কাকরাইল, সচিবালয়, বঙ্গভবন এলাকা; র্যাব-৪ রাজধানীর মিরপুর, সাভার, নবীনগর ও মানিকগঞ্জ জেলায়; র্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, লালবাগ, পলাশী মোড়, চানখারপুল, হাসনাবাদ, পোস্তগোলা ব্রিজ, লৌহজং, কোতয়ালি, শনির আখড়া, ডেমরা, ঝিলটুলি এলাকাসহ আওতাধীন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল কার্যক্রম চলছে।
এমআইকে/জেবি