images

জাতীয়

রাস্তায় গাড়ি কম, জনমনে অজানা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৩, ১০:০২ এএম

রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় ফাহিমা ও জান্নাত দুই বান্ধবী। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বাঙলা কলেজ রাষ্ট্রাবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। যাবেন মহাখালী তিতুমীর কলেজে। আজ তাদের মাস্টার্স ফাইনাল পরীক্ষার প্রথম দিন।

জান্নাত বলেন, পরীক্ষা দুপুরে, তাও বের হয়েছি সকাল সাড়ে ৭টায়। বেলা বাড়লে গণ্ডগোল লাগতে পারে। তাই বই সঙ্গে নিয়েছি। কেন্দ্রে গিয়ে পড়ব। কিন্তু বাস পাচ্ছি না। এই রুটে একটা মাত্র বাস চলে দেওয়ান পরিবহন। এক ঘণ্টায় একটি বাসও আসেনি।

ফাহিমা বলেন, ভীষণ ভয় লাগছে। রাস্তা দেখে মনে হয় যেন ভুতুড়ে পরিবেশ। সবার মুখে হামলা-আগুনের গল্প। রাস্তায় বাসও তুলনামূলক কম। বাস না পেলে রিকশায় যাব। তাও না পেলে হেঁটে যেতে হবে। এসময় তাদের দুজনকেই হরতালেও পরীক্ষা স্থগিত না করা নিয়ে ঢাবি প্রশাসনের ওপর অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

H2

এদিকে গণপরিবহন সংকটে পড়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন মোটরসাইকেলে চড়ে। অনেকে আবার সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় ছুটছেন কর্মস্থলে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গণপরিবহনের সংখ্যা। এতে কমে আসবে যাত্রীদের ভোগান্তি।

আজিমপুর, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, বিজয় সরণী, শাহীন কলেজ, মহাখালী রেল গেট, আমতলা সড়ক ঘুরে দেখা যায়, সড়কে যাত্রীর চাপের তুলনায় পরিবহন কম। অনেকেই অপেক্ষমাণ রয়েছেন গণপরিবহনের জন্য। যদিও গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে ট্রাফিক পুলিশদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল রাজধানীতে অনেকটা নিরুত্তাপভাবে চললেও দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সকালে রাজধানীর গুলিস্তানে শিকড় পরিবহনের এবং মোহাম্মদপুরে স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাতে রাজধানীর ডেমরায় আছিম পরিবহনের একটি বাসে দেওয়া আগুনে পুড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

ডিএইচডি/জেবি