জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৩, ১১:৪২ পিএম
হরতালের নামে স্বাধীন চলাফেরা বিঘ্নিত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোঃ হাবিবুর রহমান। শনিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিশনার এ কথা জানান।
হরতালের বিষয়ে তিনি বলেন, হরতাল একটি রাজনৈতিক অধিকার। হরতাল পালন করা যেমন অধিকার তেমনি হরতাল পালন না করা অধিকার। আপনারা জানেন হরতালের নামে অনেক নৈরাজ্য চালানো হয়ে থাকে। আগামীকাল একটি দল হরতাল আহ্বান করেছে। হরতালের নামে কেউ মানুষের স্বাধীন চলাফেরায় ব্যাঘাত ঘটালে বা বিঘ্নিত করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
কাকরাইল মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় তিনি বলেন, কাকরাইল মসজিদের কাছে যে ব্যবস্থা ছিল তা দীর্ঘদিন থেকে আছে। সেখানে অতিরিক্ত বাড়তি ব্যবস্থার প্রয়োজন ছিল না। যতটুকু রাখা প্রয়োজন আমরা ততটুকু রেখেছিলাম। সেখানে কিন্তু পাশেই পুলিশ সদস্যরা ছিল।
সাংবাদিকদের উপর হামলার ঘটনা তুলে ধরে প্রশ্ন করা হলে হাবিবুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বন্ধু আমাদের বন্ধু। জনগণের বিবেক। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআইকে