images

জাতীয়

সাংবাদিকের ওপর হামলা: নিন্দা ও উদ্বেগ, জড়িতদের গ্রেফতার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৩, ০৫:২৫ পিএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জনির ওপর অতর্কিত হামলা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) পেশাগত দায়িত্ব পালনকালে কাকরাইল মোড়ে আন্দোলনরতরা রাফসানকে এলোপাতাড়ি মারপিট করে তার মোবাইল ফোন কেড়ে নেয়। রাফসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ রাফ্সানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পাশাপাশি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, রাফসান ছাড়াও গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরা পার্সন আরজু ও ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার সালেকিন তারিনসহ আরও বেশ কজন সহকর্মী বিএনপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত ও আহত হয়েছেন। 

এমআইকে/এএস