জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম
জাপানের সবচেয়ে বড় পর্যটন মেলা জাটা (JATA) ট্যুরিজম এক্সপো ২০২৩ এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এশিয়ার অন্যতম বৃহৎ এই পর্যটন মেলায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে দেশের অন্যতম ইনবাউন্ড ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ট্যুর প্ল্যানার্স লিমিটেড। ২৬ অক্টোবর থেকে জাপানেরওসাকায় শুরু হয়েছে এই মেলা। চার দিনব্যাপী এই মেলা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
জাটা (JATA) ট্যুরিজম এক্সপোতে বাংলাদেশের ট্যুর প্ল্যানার্সের হয়ে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হক এবং পরিচালক অপারেশন্স তাহসীনুল হক।
প্রথমবারের মতো জাটা (JATA) ট্যুরিজম এক্সপোতে অংশগ্রহণ প্রসঙ্গে ট্যুর প্ল্যানার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. তসলিম আমিন শোভন বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ এই পর্যটন মেলায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সত্যি আমরা গর্বিত। মেলায় বাংলাদেশ ভিজিটের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রমও প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশ-জাপান দুই দেশের মানুষের মাঝে সেতুবন্ধন রচনা মেলায় ট্যুর প্ল্যানার্সের অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য। ইতোমধ্যে মেলা থেকে বেশ সাড়াও পাওয়া যাচ্ছে।
ড. তসলিম আমিন শোভন জানান, বাংলাদেশ সম্পর্কে জাপানিদের বেশ আগ্রহ। তারা বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও কক্সবাজার সম্পর্কে জানতে আগ্রহী। এই মেলায় জাপান ছাড়াও বিভিন্ন দেশে থেকে আগত মানুষেরা বাংলাদেশের ভ্রমণের নানা বিষয়ে সম্যক ধারণা পাবেন বলে আশা করছেন তিনি।
এই মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ট্যুর প্লানার্স ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে পর্যটন বিষয়ক নানা বিষয় তুলে ধরতে ভ্রমণ নিয়ে কাজ করা সংগঠন বা প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।
এমআইকে/জেবি