images

জাতীয়

‘ইসরায়েলকে সহযোগিতা বন্ধ না করলে মার্কিন দূতাবাস ঘেরাও’

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৩, ০৫:৩৯ পিএম

ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা বন্ধ না করলে ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে ইমাম ও খতিবদের জাতীয় সংগঠন ইমাম সমাজ বাংলাদেশ। অবিলম্বে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।  

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা রাজধানীর চকবাজার শাহি মসজিদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভ মিছিলটি চকবাজার শাহি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে এসে শেষ হয়।

সংগঠনের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, অনতিবিলম্বে ইসরায়েল ও মিত্র বাহিনী কর্তৃক গাজার নিরপরাধ মানুষের গণহত্যা বন্ধ না হলে সেদিন বেশি দূরে নয়, যেদিন পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের নিশান খুঁজে পাওয়া যাবে না।

ইমাম সমিতির মহাসচিব বলেন, ইসলাম ও মুসলমানের চরম শত্রু মার্কিন বাহিনী অভিশপ্ত ইসরায়েলিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে। এটা বন্ধ না করলে বাংলাদেশের মুসলমান মার্কিন দূতাবাস ঘেরাও করবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুফতি মীর হেদায়েতুল্লাহ গাজী, মুফতি শামসুল হক ওসমানী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা সোহেল আহমদ, সুলাইমান সাদি প্রমুখ।

এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বোরচিত হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিন জাতীয় মসজিদে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতেরও ব্যবস্থা করা হয়।

ইসলায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আগামীকাল শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জেবি