images

জাতীয়

অনাথ শিশুরা পেল নতুন জামা

ফিচার প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৩, ১১:৩১ এএম

ফরাশগঞ্জ অনাথ আশ্রমের শিশুদের জন্য অন্যরকম একটি দিন কাটল। তারা উপহার হিসেবে পেয়েছে নতুন জামা ও প্যান্ট। তাদের আপ্যায়ন করা হয়েছে বিশেষ খাবার দিয়ে। এই শিশুরা এসেছিল রাজধানীর পাটুয়াটুলীর ব্রাহ্মসমাজের উপাসনালয়ে। তাদের উপহার দিয়েছে বাংলাদেশ ব্রাহ্মসমাজ।

ব্রাহ্মসমাজের অনুদান কর্মসূচির অংশ হিসেবে ১৮ অক্টোবর বুধবার অনাথ শিশুদের পাশাপাশি দুস্থরাও সহায়তা পেয়েছে। এরমধ্যে পক্ষাঘাতগ্রস্থদের জন্য উপহার ছিলো হুইল বেড। চিকিৎসাসেবার জন্য অসহায় মানুষকে দেওয়া হয়েছে নগদ অর্থ। 

onath_shishu

অনুদান কর্মসূচির আয়োজন ছিলো ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের ১৯০তম মৃত্যুবার্ষিকী স্মরণে। 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মসমাজের কার্যনির্বাহী সভার জ্যেষ্ঠ সদস্য দেবাশীষ বিশ্বাস ও সম্পাদক রনবীর পাল রবি। তাদের পাশাপাশি অনুদান বিতরণ করেন প্রদীপ কুমার পাল, সুশান্ত চন্দ, কাননবালা পাল, মঞ্জু সমাদ্দারসহ অন্য সদস্যরা।

এজেড