images

জাতীয়

ফের মুখোমুখি ব্যবসায়ী-শিক্ষার্থীরা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২২, ০৫:১৩ পিএম

শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ঢাকা কলেজের সামনে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মিরপুর সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ফুটপাত দিয়েও পথচারী চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার পর ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডের সামনে এ ঘটনা ঘটে। এর পরপরই শিক্ষার্থীরা হল ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এ সময় কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করতে দেখা যায়। তবে শিক্ষার্থীদের দাবি- দোকান খুলতে দেওয়া হবে না। দোকান খোলার আগে শিক্ষার্থীদের হামলার বিচার করতে হবে।

Newmarket
দোকানের সামনে অবস্থান করছেন ব্যবসায়ীরা | ছবি: ঢাকা মেইল

এই অবস্থায় নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে নিউমার্কেট জোনের এসি ফারুক মো. শরিফুজ্জামান ঢাকা মেইলকে বলেন, ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ককটেলগুলো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ফুটিয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা কলেজ গেটের বাইরে এসেছিল। তবে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, রমনা জোনের এডিসি হারুনুর রশিদ ঢাকা মেইলকে বলেন, আমরা রাস্তার দুই পাশে অবস্থান করছি, ব্যবসায়ী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

ডিএইচডি/এমআইকে/আইএইচ