জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এক লাখ ২১ হাজার পিস টাপেন্টাডলসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাতে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, এটি এ যাবৎ টাপেন্টাডলের সর্ববৃহৎ চালান। আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
ট্যাপেন্টাডল হচ্ছে ব্যথা নিরাময়ের জেনেরিক ওষুধ। ট্যাপেন্টাডলের চাহিদা বেশি দিন আগের নয়। দু’বছর আগে এটি বৈধ ওষুধ হিসেবেই ব্যবহার হতো। দেশের আটটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি বাজারজাত করত। নেশা হিসেবে ব্যবহার বেড়ে যাওয়ায় ২০২০ সালে ট্যাপেন্টাডল নিষিদ্ধ করা হয়। এরপর থেকে দেশীয়ভাবে এর উৎপাদন বন্ধ রয়েছে। তবে, নিষিদ্ধ হলেও ওষুধটির ব্যবসা বন্ধ হয়নি। জেলা ও উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এখনও এটি বিক্রি হচ্ছে। এছাড়া গোপনে হাতে হাতে এর বিক্রি তো রয়েছেই। স্বল্প দামের ওষুধ হওয়ায় শহর থেকে গ্রাম-গঞ্জে সবার অগোচরে এটি ছড়িয়ে পড়েছে।
এমআইকে/এমআর