images

জাতীয়

ফের উত্তপ্ত নিউমার্কেট, অ্যাকশনে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২২, ০১:১০ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে আবারও সংঘর্ষ শুরু হয়। আজ সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা না গেলেও বেলা পৌনে একটার দিকে তারা সড়কে অবস্থান নেয়।

police

পুলিশ বাহিনীর সদস্যরা জলকামান নিয়ে নীলক্ষেত মোড় এলাকা থেকে নিউমার্কেটের দিকে আসে। এসময় রাস্তা থেকে সবাইকে সরিয়ে দিতে দেখা যায়। এদিকে পুলিশ বাহিনী সড়কে আসতে থাকায় ব্যবসায়ীরা আনন্দে উচ্ছ্বসিত হয়।

police

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়। এর মধ্যে তিন শিক্ষার্থীর গায়ে, বুকে ও মাথায় গুলি লেগেছে। অন্য দিকে শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

police

ওই ঘটনার জের ধরে আবারও সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘সকালে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

টিএ/এএস