নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম
বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. আশিক উন নবী তালুকদার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে (সিনিয়র সহকারী সচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, সোমবার মন্ত্রণালয়ের এডিপি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফামেতা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ ও অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনদুটি দেখতে ক্লিক করুন: প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২।
/আইএইচ