images

জাতীয়

বিসিএস প্রশাসন একাডেমিতে নতুন উপপরিচালক

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে (সিনিয়র সহকারী সচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ন্যস্ত করা হলো।

আরও পড়ুন

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

/আইএইচ