images

জাতীয়

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।

দুই কর্মকর্তার মধ্যে ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামানকে ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন করা হয়েছে।

একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম হিসেবে পদায়ন করা হয়েছে।

এমআর