images

জাতীয়

কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ এএম

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
m_fire

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:
রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
আগুন থেকে সম্পদ রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা

fire
তিনি বলেন, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের কর্মীরা তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৭টি ইউনিট পৌঁছে। তারপর আরও ৩টি ইউনিট যায়। একে একে সেখানে পৌঁছেছে ১৭টি ইউনিট।

কেআর/এএস