images

জাতীয়

আগুন থেকে সম্পদ রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ এএম

রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরেছেন ব্যবসায়ীরা। ভোর রাতে মুঠোফোনে খবর এলো মার্কেটে আগুন লেগেছে। রাতের আঁধার কেটে যাওয়ার আগেই আবার ফিরেছেন মার্কেটে। চেষ্টা চালাচ্ছেন আগুনের মুখ থেকে নিজের সম্পদ রক্ষার। 

বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। 

স্থানীয়দের ভাষ্য, রাত সোয়া তিনটায় তারা মার্কেটে আগুন দেখতে পান। 

ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে একজন প্রত্যক্ষদর্শী বলেন, '৩টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসে কল দিয়েছি। তারা আসতে দেরি করছে।'

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তারা রাত ৩টা ৪৩ মিনিটে আগুনের খবর পান। 

একে একে তাদের ১৭টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। 

ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ ও র‍্যাব সদস্যরা। 

তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। সকলের সম্মিলিত চেষ্টা থাকলেও ভোর সাড়ে ছয়টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

৩ ঘণ্টার আগুনে এরইমধ্যে পুড়ে গেছে মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোষাকের দোকান। আরেক পাশের সবজি ও মাছ-মাংসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

চার পাশে যখন আগুন জ্বলছে, তখন সেই আগুনের হাত থেকে নিজের সম্পদ রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাতে দেখা গেছে অনেক ব্যবসায়ীকে। 

কারই/একে