images

জাতীয়

গোপন তথ্যে শান্তিনগরে অভিযান, গাঁজাসহ ধরা ৫ কারবারি

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম

গোপন তথ্যে রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতাররা হলো- জুম্মান মোল্লা, সুমন, ইমরান, সাদ্দাম হোসেন ও মানিক। 

আরও পড়ুন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, বুধবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজাসহ পল্টন মডেল থানার শান্তিনগর এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকারসহ অবস্থান করছে। এমন তথ্যে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সেই সঙ্গে প্রাইভেটকারটিসহ তাদের হেফাজত থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতাররা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কেআর/আইএইচ