জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
রাজধানীতে হিজড়া ও নারী সেজে চুরির অভিযোগে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হিজড়া মনির ওরফে প্রকাশ মণি (২৭) ও রফিক প্রকাশ ওরফে অপরুপা প্রকাশ রূপা (২৮)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি জানান, মিরপুরের একটি চুরির তদন্তে বেরিয়ে আসে ধূর্ত এই চক্রের নাম। তারা নারী সেজে চুরি, হিজড়া সেজে ছিনতাই ও চাঁদাবাজি করত। গত ২৭ আগস্ট মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে দুর্ধর্ষ এক চুরি হয়। চক্রটি চুরি করে আড়াই লাখ টাকা, দুটি মোবাইল ফোন নিয়ে যায়। তারা আদতে ছেলে, নারী বেশে চুরি করত। আবার সড়কে হিজড়া সেজে চাঁদাবাজি ও ছিনতাইও করত।
ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, চুরি করেছে এক নারী। পরে দেখা যায়, ওই চোর নারী নয়, ছেলে। ঘরে মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার তারা সাজে হিজড়া।
এমআইকে/জেবি