images

জাতীয়

যুবকের লাশ উদ্ধার, পরিচয় জানতে চায় পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৩, ০৩:৪৭ পিএম

ময়মনসিংহের গফরগাঁও থানাধীন রৌহা কালীরঘাট গোদারাঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত ২০ আগস্ট দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনও সেই যুবকের পরিচয় পায়নি পুলিশ। 

যুবকের পরিচয় জনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পিবিআই। যদি কেউ অজ্ঞাত ওই যুবককে চিনে থাকেন তবে গফরগাঁও থানা পুলিশ বা পিবিআই এর ময়মনসিংহ জেলা পিবিআই ডিউটি অফিসার (০১৩২০-০২৯২৩৯) ও পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আবুল কাশেম (০১৩২০-০২৯১৯১) এর সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।  

আরও পড়ুন 

মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন নারী

পিবিআই এর মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, গত ২০ আগস্ট ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের রৌহা কালীরঘাট গোদারাঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা পুরুষ (২৫) এর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যাচ্ছে না। 

তিনি আরও জানান, যুবকেট লাশটি অর্ধগলিত ছিল। পরনে ছিল কালো রংয়ের চেক হাফ শার্ট ও কালো গ্যাবার্ডিন প্যান্ট। পায়ে সাদা বর্ডার যুক্ত কালো জুতা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ভৈরব নৌ পুলিশ। লাশটির পরিচয় জানা যায় নাই। এ ঘটনা সংক্রান্তে গফরগাঁও থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

কোন ব্যক্তি এই যুবকের পরিচয় জানেন অথবা চিনে থাকেন তাহলে তবে ফোন নম্বর দুটোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

এমআইকে/এমএইচএম