নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৩, ১১:২২ এএম
রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জিন্নাতুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কাজীপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ষাটোর্ধ্ব বয়সী জিন্নাতুল বেগম। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জিন্নাতুলের গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এমআর