images

জাতীয়

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেলে নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুললেন কুক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৩, ০৪:১১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের বিধিনিষেধের বিষয়টি তুলেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

রোববার (২৭ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠকে এ প্রসঙ্গ তোলেন কুক। জবাব দিতে গিয়ে সিইসি এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন।

সিইসি বলেন, বৈঠকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে। বলেছি- আমরা ট্রান্সপারেন্সিতে খুব জোর দিয়ে থাকব। এজন্য পর্যবেক্ষক ও গণমাধ্যমের কাছ থেকে খুব বস্তুনিষ্ঠ সহায়তা আশা করব। কারণ নির্বাচনের যে একটা দর্পণ, তা প্রতিফলিত হবে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে। তিনি (সারাহ) বলেছিলেন, গণমাধ্যমের জন্য যে নীতিমালা হয়েছে, সেখানে পারমিশন (অনুমতি) নিয়ে যেতে হবে। আমরা বলেছি, পারমিশন বলে কিছু ছিল না।

বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। জানতে চেয়েছিলেন- আমাদের প্রস্তুতি কেমন। তবে, উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি।

>> আরও পড়ুন:
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট চায় যুক্তরাজ্য, সিইসি বললেন আমরা বদ্ধপরিকর
সেপ্টেম্বরের শুরুতে বিদেশি পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত করবে ইসি

মোটরসাইকেলের বিষয়ে গণমাধ্যমের দাবির যৌক্তিকতা আছে উল্লেখ করে সিইসি বলেন, মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হতে পারে। তাই এটা আন্ডাররিভিউ করছি, এটা পরিবর্তন করব। আর উনি (ব্রিটিশ হাইকমিশনার) আশা করেছেন- নির্বাচন যেন পার্টিসিপেন্ড ও ক্রেডিবিলিটি হয়। আমরা বলেছি- নির্বাচন অবাধ করতে পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রার্থী পলিটিক্যাল পার্টি ও পোলিং এজেন্টদের পোলিং স্টেশনের ভেতরে শৃঙ্খলা ও অপব্যবহার রোধ করতে হলে পোলিং এজেন্টদের সক্রিয় হতে হবে, সাহসী ভূমিকা পালন করতে হবে। পোলিং স্টেশনের ভেতরে যে অনিয়ম হতে পারে, সেই সম্ভাবনাটা হ্রাস পাবে।

বিইউ/এএস