images

জাতীয়

‘সুলতান মাহমুদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে’

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম

মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১৫ আগস্ট) এক শোকবার্তায় মন্ত্রী তার হাইস্কুল জীবনের কথা স্মৃতিচারণ করে বলেন, সুলতান মাহমুদ তিনি একই স্কুলে লেখাপড়া করেছেন। সুলতান মাহমুদ তার জ্যেষ্ঠ সহপাঠী বন্ধু ছিলেন।

মন্ত্রী বলেন, ছাত্রজীবনে তিনি অমায়িক ব্যবহারের অত্যন্ত বন্ধুবৎসল ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে তিনি বীরত্বপূর্ণ অবদান রাখেন এবং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক উপাধি বীরউত্তম খেতাব এবং পরবর্তী সময়ে মর্যাদাপূর্ণ স্বাধীনতা পদকে ভূষিত হন।

এম এ মান্নান বলেন, দেশাত্মবোধ সাহসিকতাপূর্ণ কাজে সুলতান মাহমুদের অবদানের কথা বাঙালি জাতি চিরদিন স্মরণ করবে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সুলতান মাহমুদ সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মারা যান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এক ছেলে রেখে গেছেন।

ডব্লিউএইচ/জেবি