images

জাতীয়

ক্র্যাচে ভর করে ভোটকেন্দ্রে জাহানারা

ওয়াজেদ হীরা

১৭ জুলাই ২০২৩, ০২:৪০ পিএম

জাহানারা বেগম। বয়স পঞ্চাশোর্ধ্ব। ক্র্যাচে ভর করে এসেছেন ভোট দিতে। হাতের ভোটার তালিকার স্লিপ নিয়ে এগিয়ে গেলেন ভোট কক্ষের দিকে। দৃশ্যটি রাজধানীর বনানী মডেল স্কুল ভোট কেন্দ্রের।

এই কেন্দ্রে মোট চারটি কক্ষ রয়েছে এবং সব কক্ষেই নারী ভোটার। জাহানারার মতো আরও কয়েকজন ৫০ নারী ভোটারের দেখা মেলে। মধ্যবয়সী, প্রবীণদের পাশাপাশি নবীন ভোটারদেরও দেখা মিলে এই কেন্দ্রে।

ভোটকেন্দ্রে আসা জাহানারা ঢাকা মেইলকে বলেন, ‘আমি বেলতলা থাকি। আরও সকালে আসতাম, ঘরের কাজকাম সাইরা পরে আইলাম। এত ফাঁকা বুঝতে পারলে আরও সকালে এসে ভোট দিতাম।’

ক্র্যাচে ভর করে ভোট দিতে আসায় কোনো কষ্ট হচ্ছে কি না জানতে চাইলে বলেন, ‘আমার পায়ের সমস্যা, সবসময়ই এটা নিয়ে হাঁটতে হয়। যেখানে যাই সাথে রাখি। অন্যরা ধরে এগিয়ে দিতে চাইলে আমি মানা করি। আমি আস্তে আস্তে হেঁটে গেলেই আমার সুবিধা। ভোট সবসময় হয় না। আবার কবে দিমু নাকি মইরাই যামু ঠিক নাই, তাই আইলাম।’

Vote2

ভোটার সিরিয়াল জানেন কি না জানতে চাইলে বলেন, ‘বাইরের থেকে আমার নাম্বার লিখা দিছে।’ এসবময় হাতে থাকা সিরিয়াল নাম্বারও দেখান তিনি।

একই কেন্দ্রে এলাকার এক ছোট বোনের সহায়তায় ভোটকেন্দ্রে আসেন আয়েশা আক্তার। টিএন্ডটি কলোনি এলাকায় এক মেয়েকে নিয়ে থাকেন ৫৫ বছর বয়সী আয়েশা। ভোট দিয়ে বেশ খুশি আয়েশা আক্তার ঢাকা মেইলকে বলেন, 'বাবা আমি ভোট দিছি এটাই ভালো লাগছে। সেই কবে ভোট দিছিলাম। আবার কবে ভোট জানি না।'

ভোট নিয়ে এই নারী ভোটার আরও বলেন, 'অনেক দিন আগে একবার ভোট দিলাম মেশিনে (ইভিএম)। এবার আবার কাগজে (ব্যালটে) দিলাম। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। ছবি থাকে ছবির উপর সিল মারা যায়। অনেকগুলো ছবি ছিল আমার পছন্দমতো ভোট দিছি।'

কেন্দ্রের ভিতরে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকায় কোনো ভোটারকেই প্রবেশ করে এক মিনিটের মধ্যেই ভোট দিয়ে আবার বের হয়ে যেতে পারছিলেন। এসময় অনক বয়স্ক মহিলাদেরও ভোট কেন্দ্রের দিকে আসতে দেখা যায়। কেউ তার নাতি-নাতনির সহায়তা বা ছেলের বৌয়ের সহায়তায় রিক্সায় চেপে আসেন ভোট কেন্দ্রে।

ডব্লিউএইচ/জেবি