images

জাতীয়

উত্তরের ৩২ ও দক্ষিণের ৩০ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২৩, ০৯:২৪ পিএম

কোরবানির প্রথম দিনে বর্জ্য অপসারণে তৎপর ঢাকার দুই সিটি করপোরেশন৷ সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর সিটি করপোরেশনের ৩২টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। রাত পৌনে আটটা নাগাদ ৩০টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে দক্ষিণ সিটি৷

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন দুই সিটি করপোরেশন তাদের বর্জ্য অপসারণসংক্রান্ত হালনাগাদ তথ্যে এই খবর জানিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রাত পৌনে আটটা পর্যন্ত ৩০টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো - ১,২,৩, ৯, ১০, ১৩, ১৬, ১৮, ২১, ২৪, ২৬, ২৮, ৩০-৩২, ৩৫-৩৮, ৪১, ৪৩, ৫০-৫৩, ৫৬, ৫৭, ৬৯, ৭২ ও ৭৫ নম্বর ওয়ার্ড।

সন্ধ্যা ৭টায় ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আপডেটে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। ৩২টি ওয়ার্ডে শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ওয়ার্ডগুলোর কাজও শেষ পর্যায়ে।

BB2

শতভাগ সম্পন্ন হওয়া ওয়ার্ড:  ১, ২, ৩, ৪, ৫,  ৬, ৭ , ৮, ১৭, ১৯, ২২, ২৩, ২৪, ১০, ১১, ১২, ২৬, ২৭, ২৮, ৩২, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৪৪, ৪৫, ৪৬, ৩৯, ৩৭, ৩৮, ৪১, ৪২নং ওয়ার্ড।

এর আগে সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়ররা জানিয়েছিলেন, দ্রুততম সময়ে তারা বর্জ্য অপসারণ করবেন। এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি জানিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। আর উত্তর সিটি জানিয়েছিল আট ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।

বেলা ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এখনো তা অব্যাহত আছে। বর্জ্য অপসারণে দুই সিটিতে প্রায় ২০ হাজার কর্মী কাজ করছেন।

কারই/জেবি