লাইফস্টাইল ডেস্ক
১৪ জুন ২০২৩, ১২:২৪ পিএম
ওপার বাংলার অভিনেত্রী সন্দীপ্তা সেন। একাধিক সিরিয়াল, সিনেমা, সিরিজে অভিনয় করেছেন। অনেক দর্শকের কাছে এখনও তিনি দুর্গা নামে পরিচিত। আকর্ষণীয় ফিগার আর মিষ্টি হাসির কারণে অনুরাগীদের কাছে বেশ পছন্দনীয় সন্দীপ্তা। অনেকেই তার মেকআপ আর স্টাইল অনুসরণ করতে চান।

অভিনয়ের পাশাপাশি সন্দীপ্তা কিন্তু একজন মনোবিদও। করোনা পরবর্তী সময়ে তিনি অননাইলে কাউন্সেলিং করেছিলেন। ছকের বাইরের চরিত্রে বেশি অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। প্রতিবাদী আর সাহসী চরিত্র লুফে নেন তিনি। নিজের চরিত্র নিয়ে করেন এক্সপেরিমেন্ট।

অবসর সময়ে নাচ আর বেড়ানো নিয়েই থাকেন সন্দীপ্তা। তাকে ওয়েস্টার্ন পোশাকে যেমন মানায়, তেমনি আকর্ষণীয় লাগে শাড়িতে। তাই প্রশংসনীয় তার ফ্যাশন সেন্সও। অধিকাংশ সময়ই শাড়িতে দেখা যায় তাকে। যেকোনো অনুষ্ঠানে শাড়িই তার প্রথম পছন্দ। বেড়াতে গেলে অবশ্য বেছে নেন ওয়েস্টার্ন পোশাক।

সন্দীপ্তার ইন্সটাগ্রাম ঘাঁটলেই এমন বেশ কিছু ছবি দেখা যায় যেখানে তাকে দেখা গিয়েছে স্লিভলেস ব্লাউজে। প্রতিটি ছবিতেই এই অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছে। সন্দীপ্তার শরীরী গড়নের কারণে শাড়িতে তাকে খুবই সুন্দর লাগে। সিঙ্গেল বেস টোনের শাড়িই প্রথম পছন্দ তার। আর এসব শাড়িতে আকর্ষণীয়ও লাগে তাকে।

এই গরমের দিনে অনুষ্ঠান বাড়ি, বিয়েবাড়ি এসব থেমে নেই। আর এমন দিনে শাড়ি পরার কথা ভাবলেই আঁতকে উঠেন অনেকে। তবে স্লিভলেস ব্লাউজে সন্দীপ্তার মতো স্টাইলিং করতে পারেন আপনিও। ট্র্যাডিশন্যাল সিল্ক কিংবা হ্যান্ডলুমের শাড়িতে স্লিভলেস ব্লাউজ দেখতে বেশ লাগে।

এছাড়াও বর্তমানে সাদা শাড়ি বেশ চলছে। এই শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ দেখতেও বেশ লাগে। গরমের দিনে শ্বেতশুভ্র সাজ চোখেও আরাম দেয়। বেছে নিতে পারেন এমনই একটা শাড়ি।
এনএম