images

লাইফস্টাইল

ইফতারে প্রাণ জুড়ায় কাঁচা আমের শরবত

লাইফস্টাইল ডেস্ক

০৫ এপ্রিল ২০২২, ১২:২১ পিএম

এই গরমে ইফতারে প্রাণ জুড়াতে শরবতের বিকল্প নেই। ইফতারে পান করতে পারেন কাঁচা আমের শরবত। যা আপনার তৃপ্তি মেটানোর পাশাপাশি পুষ্টিও দেবে। জানুন কাঁচা আমের শরবতের রেসিপি। 

উপকরণ

কাঁচা আম: ৫-৬টি

পানি: প্রয়োজনমতো

বিট লবণ: ১ চা চামচ

কাঁচামরিচ: ৫-৬টি

চিনি: স্বাদমতো

juice

প্রণালি

কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে পানি, আম, বিট লবণ এবং কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি মিশিয়ে মিষ্টির পরিমাণ ঠিক করে নিন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের শরবত।

এজেড