images

লাইফস্টাইল

নেলপালিশের যে ব্যবহারগুলো আপনার অজানা

লাইফস্টাইল ডেস্ক

২৮ মে ২০২৩, ০৩:২১ পিএম

নখ রাঙাতে অনেক নারীই বাহারি নেলপালিশ ব্যবহার করেন। লাল, গোলাপি, মেরুন বা অন্যান্য রঙের এসব নেলপালিশ সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে এটি যে কেবল সাজের অঙ্গ তা কিন্তু নয়। ঘরের নানা কাজেও রয়েছে এর ব্যবহার। 

দৈনন্দিন জীবনে নেলপালিশের ভূমিকা কম নয়। নখ রাঙানো ছাড়া কী কী কাজে এটি ব্যবহার করতে পারেন চলুন জেনে নিই- 

nailpolish

চামড়ার জিনিস ঠিক করতে 

চামড়ার জুতা বা ব্যাগে কোনো এক ছোট অংশের চামড়া উঠে গিয়েছে? হাতের কাছে সেই রঙের নেলপালিশ থাকলে সেই অংশটুকু রং করে নিতে পারেন। খুব খুঁটিয়ে না দেখলে হঠাৎ কেউ এর খুঁত ধরতে পারবেন না। 

ফ্যান বা ফ্রিজের দাগ 

ফ্যান কিংবা ফ্রিজের গা থেকে যদি ছোট অংশের রং উঠে যায়, তাহলেও এই একই বুদ্ধি কাজে লাগাতে পারেন। বাড়তি খরচ বেঁচে যাবে। 

nail polish

গয়নার উজ্জ্বলতা বাড়াতে 

গয়না কেনার কিছু দিনের মধ্যেই রং কালচে হয়ে গিয়ে পুরনো দেখায়। এই সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন নেলপালিশ। কেনার পরই গয়নায় স্বচ্ছ রঙের নেলপালিশ অর্থাৎ ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগিয়ে নিন। চকচকে করবে অনেক দিন।

দেশলাই কাঠি জ্বালাতে 

দেশলাই কাঠি জ্বলছে না? নখে লাগানোর মতোই এতে এক পরত নেলপালিশ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জ্বালিয়ে দেখুন।

vas

ফুলের টব রাঙাতে 

শখের বাগান যাদের রয়েছে তারা নানা নকশায় টব সাজাতে চান। এক্ষেত্রে হাতের কাছে রঙ না থাকলে নেলপালিশ দিয়েই কাজটি করতে পারেন। 

এনএম