লাইফস্টাইল ডেস্ক
২৮ মে ২০২৩, ০১:২২ পিএম
আমরা সবাই কম-বেশি স্বপ্ন দেখি। স্বপ্নে কখনো বাস্তবতা থাকে। আবার কখনো থাকে অবাস্তবতার ছোঁয়া। কিছু স্বপ্ন আছে যার মধ্যে জীবনের একটি অংশ বেঁচে থাকে। অর্থাৎ স্বপ্নে আমরা সেই জিনিসটি দেখি যা নিয়ে ঘুমের আগে ভাবি। আবার এমনও হয় যে অনেকদিন ধরে যা আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল তা স্বপ্নে এসে ধরা দেয়।
কখনো কখনো আমাদের স্বপ্নে কোনো ব্যক্তি উপস্থিত হয়। অনেকসময় একাধিকবার একই ব্যক্তিকে স্বপ্নে দেখি আমরা। এদের কেউ চেনা হয়, কেউবা অচেনা। কিন্তু কেন এমনটা হয়? স্বপ্নে কোনো ব্যক্তিকে দেখার অর্থ কী?

স্বপ্নে কোনো ব্যক্তিকে দেখি কেন?
দ্য ওরাকল অফ নাইট: দ্য হিস্ট্রি অফ সায়েন্স অফ ড্রিমস বইয়ের লেখক নিউরোসায়েন্টিস্ট সিদ্ধার্থ রিবেরোর মতে, যখন স্বপ্নে অন্য একজন ব্যক্তি উপস্থিত হয়, এর মানে সেই ব্যক্তিটি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আপনি ওই ব্যক্তির সঙ্গে আবেগগতভাবে অত্যন্ত সংযুক্ত। এই মানসিক সংযুক্তি যেকোনো আবেগের হতে পারে। যেমন- প্রেম, ঘৃণা, রাগ।
কোনো ব্যক্তির প্রতি আপনার যে আবেগই থাকুক না কেন, তিনি স্বপ্নে আপনার সঙ্গে একইভাবে আচরণ করে। অর্থাৎ, যদি কারো প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে সেই ব্যক্তিটি আপনার স্বপ্নে আপনাকে ভালবাসবে। আবার যদি কোনো ব্যক্তির প্রতি আপনার রাগ, ভয় বা ঘৃণা থাকে, তবে সেই ব্যক্তিটি আপনার স্বপ্নে একই রকম আচরণ করবে।

কোনো মানুষ স্বপ্নে পরিবার, প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধবী বা অন্য কোনও ব্যক্তিকে দেখেন। এর কি বিশেষ কোনো কারণ আছে? ধর্ম ও বিভিন্ন ধরণের শাস্ত্র দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা হয়। অনেকে বলেন, মানুষ যা নিয়ে বেশি ভাবে, তা স্বপ্নের আকারে ধরা দেয়। স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে।
তবে মনোবিজ্ঞান অনুযায়ী, স্বপ্নের অর্থ আছে। কিন্তু তার অর্থ জানার আগে কোনো মানুষ কী স্বপ্ন দেখেছেন, তা বোঝা দরকার।

আমরা কি স্বপ্ন বুঝতে পারি?
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, আমরা প্রতিদিন অনেক ধরণের স্বপ্ন দেখি। তাই বাস্তব জীবনে তাদের ব্যাখ্যা করা এবং বোঝা খুব কঠিন। কখনো স্বপ্নে উড়তে দেখি, কখনো স্বপ্নে নিজেকে ধনী দেখি বা স্বপ্নে ভয় পাই। এসব অনুভূতি আমাদের মনের ফসল। তবে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, পেটের গোলযোগের কারণেও মানুষ অদ্ভুত স্বপ্ন দেখে। অর্থাৎ পেট খারাপ থাকলে খারাপ স্বপ্ন দেখার সংযোগ রয়েছে।
এনএম