images

লাইফস্টাইল

গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে 

লাইফস্টাইল ডেস্ক

১১ মে ২০২৩, ০১:১১ পিএম

কার্যক্রম বন্ধ করছে পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসের মধ্যেই কার্যকর হচ্ছে এ সিদ্ধান্ত। 

গতকাল বুধবার (১০ মে) প্রকাশিত ওই ঘোষণায় বলা হয়, ‘প্রিয় গ্রাহক, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৮ জুন, ২০২৩ সালের মধ্যে গ্রামীণ ইউনিক্লোর দশটির স্টোরের সব বন্ধ করে দেব এবং আমরা ব্যবসা বন্ধ করছি।’

uniqlo

উল্লেখ্য, ২০১০ সালে গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান জাপানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড সামাজিক ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণ ইউনিক্লোর। ২০১৩ সাল থেকে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় তাদের একাধিক স্টোর।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশের পরিবর্তন ঘটেছে। যে লক্ষ্য নিয়ে তাদের যাত্রা হয়েছিল, তা পূরণ হয়েছে। এখন ব্যবসায়িক কার্যক্রমের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে।

এই ঘোষণার কয়েক মাস আগেই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে আউটলেট সরিয়ে নেয় গ্রামীণ ইউনিক্লো। সম্প্রতি প্রতিষ্ঠানটির আউটলেট ঘুরে বড় ধরনের মূল্যছাড়ের অফার দেখা যায়।

এনএম