images

লাইফস্টাইল

নখ বারবার ভেঙে যায়? কাজে লাগান এসব ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

০৭ মে ২০২৩, ০১:০৭ পিএম

হাত ও পায়ের সৌন্দর্য বৃদ্ধি করে নখ। কিন্তু অনেকের নখ বাড়তেই চায় না। আবার কারো কারো ক্ষেত্রে নখ একটু বাড়লেই ভেঙে যায় কিংবা ফেটে যায়। তার সঙ্গে নখে ময়লা জমা, ইনফেকশন হওয়া ইত্যাদি সমস্যা তো আছে। 

সুন্দর, শক্তপোক্ত নখ কে না চান? এর জন্য কিন্তু পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। সহজ কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়েই নখের যত্ন নিতে পারেন। চলুন জেনে নিই কোন নিয়ম মানলে আপনি পাবেন সুন্দর নখ- 

nail

পাতিলেবু

প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে পাতিলেবুর রস। নখের যত্নে এটি ব্যবহার করতে পারেন। একটি পাতিলেবু অর্ধেক বা চার টুকরো করে নিন। এবার টুকরো পাতিলেবু হাত ও পায়ের নখে ভালো করে ঘষুন। তারপর ধুয়ে নিন। প্রতিদিন এই কাজটি করলে উপকার পাবেন। এতে নখের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়। একই সঙ্গে ইনফেকশনের ভয় কমে। নখ শক্ত হয়। ফলে দ্রুত ভেঙে যায় না। 

oil

অলিভ অয়েল

অনেক সময় নখ শুকনো গেলে সহজেই ভেঙে যায়। হাতে পায়ের নখে অলিভ অয়েল লাগালে এই শুষ্কতা দূর হয়। আর নখের শুকনো ভাব দূর হলে নখ আর সহজে ভাঙে না। সুন্দর হয়। সেসঙ্গে দ্রুত নখ বাড়ে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে অল্প অলিভ অয়েল নখে মালিশ করুন। নখ ভালো থাকবে। 

nail

কমলালেবু

এই ফলের রসে আছে কোলাজেন যা কিনা আমাদের নখ বাড়াতে সাহায্য করে। এটি নখ থেকে ময়লা দূর করে। একই সঙ্গে ইনফেকশনের ভয় দূর করে। কমলালেবুর অ্যান্টি অক্সিডেন্ট নখ ভালো রাখে। একটি বাটিতে কমলার রস নিয়ে তাতে আঙুল চুবিয়ে রাখুন কিছুক্ষণ। অন্তত ১০-১৫ মিনিট রেখে আঙুল ধুয়ে নিন। তারপর হাতে ক্রিম লাগিয়ে নিন।

নখের যত্নে এখন থেকে ঘরোয়া এই উপায়গুলো কাজে লাগান। উপকার পাবেন। 

এনএম