images

লাইফস্টাইল

চৌরঙ্গীর আয়োজনে অনলাইনে ‘ঈদ মেলা’ 

লাইফস্টাইল ডেস্ক

১২ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অনলাইনে মেলার আয়োজন করেছে ফেসবুক নারী প্ল্যাটফর্ম চৌরঙ্গী। আগামী ৩০ মার্চ থেকে পহেলা এপ্রিল তিনদিন ‘চৌরঙ্গী লাইফস্টাইল’ এবং ‘চৌরঙ্গী নেটওয়ার্ক বাই ঈশিতা’ দুই গ্রুপে মেলা চলবে। 

চৌরঙ্গী নেটওয়ার্কের অ্যাডমিন এবং মেলার আয়োজক ঈশিতা পায়েল জানান, অনেক প্রতিষ্ঠিত বিক্রেতা মেলায় থাকছেন। সাথে অনেক নতুন বিক্রেতাও আছেন। যারা প্রচণ্ড পরিশ্রম করে সততার সঙ্গে নিজের ব্যবসা দাঁড় করাচ্ছেন।

mela

তিনি বলেন, ‘আমরা এমন সেলারদেরকে এক প্ল্যাটফর্মে আনতে চাই যারা কোয়ালিটি, সার্ভিস, প্রাইস, ভ্যারিয়েশনের মধ্য সামঞ্জস্য রাখেন এবং ক্রেতার সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী।’

কেন এমন মেলার আয়োজন করেছেন জানতে চাইলে ঈশিতা বলেন, ‘বর্তমানে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। এর মধ্যে রাস্তার জ্যাম পার করে শপিংমলে যাওয়া সময়ের অপচয়। এদিকে দ্রব্যমূল্য বাড়লেও থেমে থাকবে না কোনো সামাজিকতা। এসব দিক মাথায় রেখেই এই মেলার আয়োজন। আমাদের লক্ষ্য যেন এই মেলা থেকে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই লাভবান হন।’ 

eshita

এই মেলা থেকে যারাই কেনাকাটা করবেন, পাবেন কোনো না কোনো স্পেশাল অফার। এক প্ল্যাটফর্মেই মিলবে নানা ধরনের পণ্য। চৌরঙ্গীর এই ঈদ মেলায় থাকছে কুমুদিনীর বসন, বর্ণাঙ্কন, মিঠাইকুঞ্জ, আটপৌরে বসন, তিহাই, মিরান, সুতোয় শতদল, প্যান্ডোরা, আদ্রিকা বাই তমা, সুতোয় বুনন, লিলিয়ানা, আরটিসানা, উরমিমালা, নীলাঞ্জনাসহ আরও অনেক প্রতিষ্ঠান।  

কী কী মিলবে মেলায়? ঈশিতা জানান, এই মেলায় জামদানী, মনিপুরী, রাজশাহী সিল্ক, মসলিন, হ্যান্ডপেইন্টের শাড়ি পাওয়া যাবে। আরও থাকবে বেবি আইটেম, পোশাক, কেক, আচার, মশলা ইত্যাদি। দেশীয় পণ্য ছাড়াও মিলবে ইন্ডিয়ান শাড়ি, ব্লাউজ, গয়না, জুতা, কসমেটিকস, মেকআপ আইটেম, স্কিন কেয়ার, হ্যান্ডিক্রাফট ও প্রি-অর্ডারের কিছু আইটেমসহ আরও অনেক অনেক প্রোডাক্ট।  এমনকি ILTES কোর্স এর জন্যও থাকবে দারুণ অফার। 

mela

মেলা সম্পর্কে ঈশিতা বলেন, ‘আমি মূলত এই প্ল্যাটফর্মটিকে ক্রেতা-বিক্রেতার বিশ্বস্ত একটি জায়গা হিসেবে দাঁড় করাতে চাই। ফেসবুকের রিচ কম থাকায় অনেকের ব্যবসা থমকে গেছে। অন্যদিকে অনলাইনে কেনাকাটা করে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন। এই দুটো সমস্যার সমাধান করতে চাই চৌরঙ্গী প্ল্যাটফর্মে মাধ্যমে। এখানকার বিক্রেতারা যেমন বিশ্বস্ত, ক্রেতাও ভীষণ রুচিসম্মত। সবমিলিয়ে এই অনলাইন মেলা সবার উপস্থিতিতে আনন্দমুখর হবে বলে আশা করছি।’

চৌরঙ্গী লাইফস্টাইল গ্রুপের লিংক- Chowrangi Lifestyle

চৌরঙ্গী নেটওয়ার্ক বাই ঈশিতা গ্রুপে লিংক- Chowrangi Network By ESHITA