images

লাইফস্টাইল

নিজের দোষ স্বীকার করতে চান না যে ৭ রাশির নারী

লাইফস্টাইল ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯ এএম

একেক জনের চারিত্রিক বৈশিষ্ট্য একেক রকম। কেউ কেউ ঠান্ডা মেজাজি হন। কারোর রাগের পারদ থাকে চড়া। জ্যোতিষ মতে, ৭ রাশির নারীরা কখনো নিজের দোষ স্বীকার করেন না। এরা কাউকে স্যরি বলতে চান না সহজে। চলুন জেনে নিই বিস্তারিত- 

মেষ রাশি 

মেষ রাশির জাতিকাদের মেজাজ থাকে সব সময়েই সপ্তমে। ভুল করলেও তারা কখনও ক্ষমা চান না। সম্পর্ক ধরে রাখার চেয়ে ভেঙে দেওয়াকেই বেশি প্রাধান্য দেন তারা। 

বৃষ রাশি 

জ্যোতিষ মতে বৃষ রাশির নারীরা একটু জেদি প্রকৃতির হন। এরা কোনোভাবেই স্যরি বলেন না। প্রক্রিয়া বা সিস্টেম মানতে চান না তারা। তাই লড়াই ঝগড়া শুরু করে দেন। 

সিংহ রাশি 

সিংহ রাশির নারীরা অত্যন্ত একরোখা গোছের হন। ভুল করলেও ক্ষমা চান না তারা। 


 
কন্যা রাশি 

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কন্যা রাশির জাতিকারাও একই গোত্রের। কোনোভাবেই তারা ভুল করলেই স্বীকার করেন না। 

বৃশ্চিক রাশি 

এই রাশির নারীরা অন্যের দেখানো পথে চলেন না। নিজের জেদের বসে কোনো কাজ করতে গিয়ে ভুল করলেও তারা মানেন না যেন ভুল করেছেন। 

মকর রাশি 

মকর রাশির নারীদের অভিধানে স্যরি নামক কোনো শব্দ নেই। ভুল করেও তা এড়িয়ে যান তারা। 

কুম্ভ রাশি 

এই দলে রয়েছে কুম্ভ রাশির জাতিকারা। তারা কখনো কারো কাছে ক্ষমা চান না। ভুল করলেও তা এড়িয়ে যান। 

এনএম