images

লাইফস্টাইল

তার গল্পের চরিত্ররা সহজ-সরল, কথা বলে অনর্গল

লাইফস্টাইল ডেস্ক

১৩ নভেম্বর ২০২২, ১০:৪৭ এএম

হুমায়ূন আহমেদের মতো পাঠক হৃদয়ে প্রতিনিয়ত বিচরণ করেন এমন লেখক কয়জন আছেন? প্রশ্ন করার কারণ হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী লেখকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে হুমায়ূন আহমেদ অন্যতম। গত পঞ্চাশ বছর ধরে তিনি পাঠক মনে রাজত্ব করছেন বহাল তবিয়তে। তার গল্পের চরিত্ররা সহজ-সরল, কথা বলে অনর্গল। হুমায়ূন আহমেদ চরিত্রদের তুলে এনেছেন একদম শিকড় থেকে। 

আমাদের চারপাশে অনেক মানুষ মুখোশ পরে থাকে। হুমায়ূন আহমেদ তার লেখায় সেসব মুখোশের আড়ালে থাকা আসল মানুষকে নিয়েই উপন্যাস লিখে গেছেন। আর এসব কারণেই পাঠকদের কাছে তার লেখা সহজ কিন্তু গভীর। খালি চোখে হুমায়ূন আহমেদের লেখা অনেকের কাছেই মনে হতে পারে এতো সাহিত্যের ভাষা হতে পারে না, কিন্তু হুমায়ূন তো পাঠককে দেখাতে চেয়েছেন আমাদের চারপাশে বিচিত্র মানুষের বসবাস; তাদের কথা বলা, চিন্তাধারা তিনি লেখায় নিয়ে এসেছেন জনগণের ভাষায়। 

humayun

কেউ হিমুর মতো পাগলাটে, কেউবা মিসির আলীর মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন; আবার কেউ রূপার মতো দারুণ রূপবতী। যে জানে তার জন্য কেউ আসবে না তবুও সে অপেক্ষা করে ছাদে দাঁড়িয়ে।

>> আরও পড়ুন: ১০ বছরে কতটা পূরণ হয়েছে হুমায়ূন আহমেদের শূন্যতা?

হুমায়ূন আহমেদকে বাঙালি পাঠকরা ভালোবেসে জাদুকর ডাকেন। এই গল্পের জাদুকরের জন্ম ১৯৪৮ সালের এই দিনে। উপন্যাসে হুমায়ূন আহমেদ নিজের প্রতিভার বিস্তার ঘটালে তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন।

humayun

তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যনির্মাতা, গীতিকার, শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা। আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনক বলা হয় হুমায়ূন আহমেদকে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় তিন শতাধিক। উল্লেখযোগ্য উপন্যাস- শঙ্খনীল কারাগার, বহুব্রীহি, কবি, লীলাবতী, গৌরীপুর জংশন, জোছনা ও জননীর গল্প, ১৯৭১, মধ্যাহ্ন ও দেয়াল।

হুমায়ূন আহমেদ তার কর্মের জন্য একুশে পদক, বাংলা একাডেমি পুরষ্কার, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, বাচসাস পুরষ্কার ছাড়াও বিভিন্ন উল্লেখযোগ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। পৃথিবীর বিভিন্ন ভাষায় তার কিছু বই অনূদিত হয়েছে। ২০১২ সালের ১৯ জুলাই বাংলাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদ নিউইয়র্কে মারা যান। তাকে সমাহিত করা হয় নুহাশপল্লীর লিচুতলায়।

এনএম