images

লাইফস্টাইল

থালা-বাসন ধোয়ার লিকুইড বানান ঘরেই

লাইফস্টাইল ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২২ পিএম

গৃহিণীদের চিন্তা থাকে থালা বাসন নিয়ে। বাসন পরিষ্কার করতে নানারকম লিকুইড বা সাবান ব্যবহার করা হয়। যতই ১০০ লেবুর গুণ থাকুক না কেন, হাতের জন্য এগুলো মোটেই ভালো নয়। 

কেমন হয় যদি ঘরে নিজেই বাসন ধোয়ার লিকুইড বানিয়ে ফেলেন? জানুন কীভাবে এই তরল তৈরি করবেন- 

dishwash

যা যা লাগবে 

রিঠা- ১ কাপ
পানি- ২ কাপ
সি সল্ট- আধা কাপ 
লেবু- ৬/৭টি 
সাদা ভিনেগার- ৪ টেবিল চামচ

dishwash

যেভাবে তৈরি করবেন

আগের রাতে পানিতে রিঠাগুলো ভিজিয়ে রাখুন। পরের দিন ওই রিঠা ভেজানো পানিতে ৬-৭টি লেবু কেটে দিয়ে দিন। প্রেশার কুকারের মুখ বন্ধ করে দু’টি সিটি দিয়ে নিন।

ঠান্ডা হলে রিঠা থেকে বিচি বের করে ভালো করে চটকে নিন। অতিরিক্ত ঘন হয়ে গেলে এর সঙ্গে এক কাপ পানি মেশান। এবার এই মিশ্রণ থেকে রিঠা আর লেবুর অবশিষ্ট অংশ ছেঁকে নিন।

সবশেষে, রিঠা আর লেবুর মিশ্রণে আধ কাপ সি সল্ট মানে সামুদ্রিক লবণ এবং ৪ টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে আরও একবার ফুটিয়ে নিন। ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে ডিশওয়াশিং লিকুইড। 

এনএম