images

লাইফস্টাইল

ঢাকা ঘোরায় আপনার স্কোর কত?

লাইফস্টাইল ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ পিএম

বাংলাদেশের রাজধানী ঢাকা। ইতিহাস, ঐতিহ্যসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে। দেশের যে প্রান্তেই থাকুন না কেন নানা প্রয়োজনে কিংবা কেবল ঘুরতে ঢাকায় আসেন অনেকেই। 

ঢাকায় নানা দর্শনীয় স্থান রয়েছে। এর কতগুলো ভ্রমণ করেছেন আপনি? চলুন একটি মজার খেলা খেলা যাক। নিচে ঢাকার কিছু উল্লেখযোগ্য স্থানের নাম ও নির্ধারিত নম্বর দেওয়া আছে। ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৪১। 

১. জাতীয় স্মৃতিসৌধ= ১০
২. মিরপুর চিড়িয়াখানা= ১০
৩. বুদ্ধিজীবী স্মৃতিসৌধ= ৫

dhaka
৪. লালবাগ কেল্লা= ৫
৫. জাতীয় জাদুঘর= ৫
৬. শহীদ মিনার= ৩
৭. চন্দ্রিমা উদ্যান= ২
৮. আহসান মঞ্জিল= ৫
৯. বিমান বাহিনী যাদুঘর= ১০
১০. ভাসানী নভোথিয়েটার= ৫

dhaka
১১. উত্তরা দিয়াবাড়ি= ৫
১২. হাতিরঝিল= ৩
১৩. বসিলা, ৩০০ ফিট= ২
১৪. রবীন্দ্র সরোবরে আড্ডা দেওয়া= ৫
১৫. পুরান ঢাকার মালাই চা আর বিরিয়ানি খাওয়া= ৫
১৬. যমুনা ব্লকবাস্টারে সিনেমা দেখা= ৫
১৭. স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখা= ৫
১৮. টিএসসিতে বসে আড্ডা দেওয়া= ৩
১৯. বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ= ২
২০. অমর একুশে বই মেলায় যাওয়া= ৫

dhaka

এবার হিসাব করে দেখুন তো আপনার স্কোর কত হয়? 

৮১-১০০: ঢাকা ঘোরায় আপনার স্কোর যদি হয় ৯০ থেকে ১০০ এর মধ্যে তবে আপনি একজন পাগলাটে ভ্রমণপ্রেমী। ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসেন আপনি। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। 

৬১-৮০: আপনার স্কোর যদি হয় ৭১ থেকে ৯০ এর মধ্যে তবে আপনি ঘুরতে ভালোবাসেন। অবসর সময়ে ঘুরতে এবং নতুন জায়গা বা নতুন খাবারের সঙ্গে পরিচিত হওয়া আপনার শখের অংশ। 

৪১- ৬০: ঢাকা ঘোরায় আপনার স্কোর যদি হয় ৪১ থেকে ৬০, তবে আপনি খুব বেশি না ঘুরলেও উল্লেখযোগ্য জায়গাগুলো ভ্রমণ করার চেষ্টা করেন। মাঝেমধ্যে ঘুরতে বের হন বন্ধু বা পরিবার নিয়ে। 

১-৪০: আপনার স্কোর যদি এর মধ্যে থাকে তবে খুব একটা ঘোরাঘুরি করেন না। এবার থেকে সময় পেলে ঘুরতে বের হয়ে যান। 

এনএম