লাইফস্টাইল ডেস্ক
৩০ আগস্ট ২০২২, ১১:৪১ এএম
চারদিকে ধুলোবালি, জীবনযাপনে পরিবর্তন, ঘুমের অভাব। ফলাফলে বাড়ছে নানা স্বাস্থ্য সমস্যা। এমনকি ত্বক ও চুলও রেহাই পাচ্ছে না। অনেকেরই নানা কারণে চুল শুষ্ক হয়ে যায়। শ্যাম্পু বদলে কিংবা ওষুধ খেয়েও এর সমাধান মেলে না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন একটি ফেলনা উপাদানে। ভাত রান্নার পর সাধারণত মাড় ফেলে দেওয়া হয়। এই উপাদানটিই চুলের যত্নের জাদুর মতো কাজ করে। ঝলমলে কোমল চুল পেতে বানিয়ে ফেলতে হবে ভাতের মাড়ের কন্ডিশনার। কীভাবে? চলুন জেনে নিই।
ভাতের মাড়ের সর সরিয়ে ঠান্ডা করে নিন। এবার এর সঙ্গে দ্বিগুণ পরিমাণ পানি মেশান। ব্যাস ঘরোয়া কন্ডিশনার রেডি।
কীভাবে ব্যবহার করবেন?
হাতের সাহায্যে বা স্প্রে করে এই কন্ডিশনার চুলে লাগিয়ে। তিন মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।
নিয়মিত এই কন্ডিশনার ব্যবহারে চুলের শুস্কভাব দূর হবে। সেই সঙ্গে চুলের গোড়া হবে মজবুত। পাশাপাশি চুলের ডগা ফাটা সমস্যাও কমবে।
এনএম