লাইফস্টাইল ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
ঘুম কম হলে কিংবা অতিরিক্ত দুশ্চিন্তা করলে অনেকসময় চোখের নিচে কালো দাগ পড়ে। অনেকে একে কেবল সৌন্দর্যের সমস্যা ভাবেন। তবে সবসময় এমনটা না ও হতে পারে। কখনো কখনো এই দাগ লিভারের ক্ষতির আগাম ইঙ্গিত হতে পারে।
শুধু চোখের নিচে কালো দাগ দেখে বোঝা যায় না এটি লিভারের সমস্যা কি না। এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা গেলে সতর্ক হওয়া জরুরি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উপসর্গ হলো-

এসব লক্ষণ দেখা দেওয়ার পাশাপাশি যদি চোখের নিচে কালো দাগ পড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রাচীন বিশ্বাস অনুযায়ী, চোখের নীচের কালচে দাগকে লিভারের সমস্যা বলেই ধরা হতো। কিন্তু আধুনিক চিকিৎসাশাস্ত্র মতে, শুধু ডার্ক সার্কেল দেখে লিভারের রোগ নির্ণয় করা যায় না।
লিভারের গুরুতর সমস্যা হলে সাধারণত, জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া), পেটে পানি জমা, বমিভাব, ক্ষুধামন্দা, রক্ত পরীক্ষায় অস্বাভাবিক ফল, এগুলো দেখা যায়। অন্যদিকে, ঘুম কম হওয়া, জিনগত কারণ, অ্যালার্জি, পানিশূন্যতা অথবা মানসিক চাপের ফলেও চোখের নিচে কালি হতে পারে।

লিভারের কাজ কমে গেলে শরীরে টক্সিন জমতে থাকে। এতে ত্বক নিস্তেজ হয়, পিগমেন্টেশন বাড়ে এবং চোখের নীচে দাগ গাঢ় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি লিভার সমস্যা হলে প্রায় ২০% ক্ষেত্রে চোখের নীচে দাগ বাড়তে দেখা যায়। তবে ক্লান্তি, দুর্বলতা বা হজম সমস্যা দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো জরুরি।
এনএম