লাইফস্টাইল ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
গোসল করতে গিয়ে কানে পানি ঢুকলেই পড়তে হয় ঝামেলায়। কান বন্ধ হয়ে যায়। যাকে অনেকে কানে তালা লেগে যাওয়া বলে। কানের ভেতর পানি ঢুকলে ভোঁ ভোঁ শব্দ হতে থাকে। একই সমস্যা হয় বিমানে চড়লে। বিমান সমতল ছেলে কিছুটা উপরে উড়তে না উড়তে যেন কানে তালা লেগে যায়। পাশের যাত্রীর কথা ঠিকমতো শোনা যায় না।
বিমানে যারা যাতায়াত করেন তাদের জন্য এই সমস্যা নতুন নয়। বিমানে চড়লে যেন কান বন্ধ হয়ে যা যায় সেজন্য অনেকে কানে তুলো বা ইয়ার প্লাগ দিয়ে রাখেন। অনেকসময় এসব টোটকায়ও কাজ হয় না। চটজলদি এই সমস্যা থেকে বাঁচতে কী করবেন? চলুন জেনে নিই-

হ্যাঁ, শুনতে কেমন লাগলেও এই টোটকা আসলেই কার্যকর। চিকিৎসকরা বলছেন, কানে তুলো বা ইয়ারপ্লাগ গুঁজলে কান বন্ধ হওয়ার সমস্যার সমাধান হয় না। এর বদলে মুখে মুখে চুইগাম রেখে চিবুতে থাকুন। অল্প অল্প করে পানিও পান করতে পারেন।
বিমানে এমন সমস্যা থেকে বাঁচার জন্য আরেকটি উপায়ও মেনে চলতে পারেন। এর জন্য প্রথমে মুখে বাতাস ভরে রাখুন। এবার নাক বন্ধ করুন। এবার ধীরে ধীরে ঢোক গেলার চেষ্টা করুন। দেখবেন কানের দিকে চাপ পড়ছে। এই পদ্ধতি মানলেই কানের তালা খুলে যাবে।

কান বন্ধ হয়ে গেলে তা খুলতে মুখ বন্ধ করে নিন। এবার নাক বন্ধ করে বার বার ঢোক গিলতে থাকুন। এই উপায় মেনে চললেও আরাম পাবেন।
বিমান ভ্রমণে কানে তালা লেগে যাওয়া বা কান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সাধারণ সমস্যা। এতে মারাত্মক কোনো সমস্যা হয় না। তবে আগে থেকেই কানের সমস্যা থাকলে সচেতন থাকুন।
এনএম