লাইফস্টাইল ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
রাজধানী ঢাকার বনশ্রীতে অবস্থিত ইন্টেলিজেস্টিসিয়া স্কুল অ্যান্ড কলেজে (আএসসি) গত ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে শীতকালীন উৎসব ও বিবিধ পণ্য মেলা।
বাহারি পণ্য বা খাদ্যের সমারোহ ঘটেছিল এই মেলাতে। মোট ৩০টির মতো স্টল ছিল মেলায়। এসব স্টলে বিক্রি হয়েছে থ্রি-পিস, শাড়ি, জুয়েলারি, প্রসাধনী সামগ্রী, গৃ্হসজ্জার উপকরণ, টেরেরিয়াম, বিভিন্ন ইনডোর প্ল্যান্টস, মজার মজার খাবার ইত্যাদি।

মেলাতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের স্টল ছিল। এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ কিছু নারী উদ্যোক্তাদের সুযোগ দেন নিজেদের পণ্য উপস্থাপনের জন্য। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের স্টলের মধ্যে কাজী নওশীন লায়লা উপস্থিত ছিলেন তার উদ্যোগ “খ তে খাঁটি” নিয়ে। তার স্টলে ছিল খেজুর গুড়, কুমড়ো বড়ি, ঘিসহ নানাবিধ পুষ্টিকর খাবার।
উদ্যোক্তা রোমেনা আক্তার উপস্থিত ছিলেন তার উদ্যোগ কণা’স কালেকশন এবং উদ্যোক্তা হাসিনা আক্তার ছিলেন তার উদ্যোগ শেলী কালেকশন নিয়ে। কণা’স কালেকশনে ছিল অথেনটিক প্রসাধনী সামগ্রী এবং শেলী কালেকশনে ছিল দারুণ সব পোশাক।

ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। পাশাপাশি প্রতিটি স্টল ছিল ক্রেতাদের আনাগোনাতে মুখরিত। মেলায় আগত ফারিয়া লাফি বলেন, ‘মেলায় গিয়ে খুব আনন্দ পেয়েছি। লোশন, ক্রিম, জামা, জুতা, শাড়ি, ঘি কিনেছি। এসব পণ্য আলাদা আলাদা করে অনলাইন থেকে কিনতে গেলে অনেক ডেলিভারি চার্জ লাগত। আবার মার্কেটে গেলে লাগত সময়, পরিবহণ ভাড়া। মেলা থেকে কম সময়েই প্রয়োজনীয় সব পণ্য কিনতে পেরেছি।’

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। উদ্যোক্তা রোমেনা আক্তার বলেন, ‘মাত্র দুই দিনের প্রস্তুতিতে মেলায় অংশ নিয়েছি। আমার পণ্যগুলো সরাসরি প্রদর্শনের সুযোগ পেয়েছি। এটা অন্যরকম অভিজ্ঞতা। নতুন অনেক উদ্যোক্তার সঙ্গে পরিচয় হয়েছে, বিক্রিও ভালো ছিল। মেলায় অংশ নিয়ে আনন্দ পেয়েছি।’
দুই দিনের এই মেলা হয়ে উঠেছিল ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা।
এনএম