images

লাইফস্টাইল

ডিমের খোসার এসব ব্যবহার কি জানা ছিল আপনার?

লাইফস্টাইল ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

 কথায় বলে, সঠিক কায়দা জানলে কোনো কিছুই ফেলা যায় না। দৈনন্দিন জীবনের এমন অনেককিছুই আছে যার একটি অংশ ব্যবহার করা হয়। বাকি অংশ ফেলে দেওয়া হয়। এই যেমন ডিম আর এর খোসা। সাধারণ ডিম ফাটিয়ে ব্যবহারের পর এর খোসা ফেলে দেওয়া হয়। কিন্তু জানেন কি, এই খোসাই দারুণ সব কাজ করে।

কী কী কাজে ডিমের খোসা ব্যবহার করবেন? চলুন জানা যাক- 

using-eggshells-with-plants-are-eggshell-fertilizer-good

গাছের সার 

প্রাকৃতিক সার হিসেবে দারুণ কাজ করে ডিমের খোসা। এই খোসা চূর্ণ করে মাটির সঙ্গে মিটিয়ে দিন। গাছের বৃদ্ধি হবে দ্রুত। 

বাসনের পোড়া দাগ দূর করতে 

বাসনে পোড়া দাগ তুলতে সাহায্য করে ডিমের খোসা। বিশেষ করে কড়াইয়ের পোড়া দাগ তুলতে এটি দারুণ কাজ করে। 

use-egg-peeling-gadgets-1676402297

পোকামাকড় দূর করতে 

পোকামাকড়ের কবল থেকে বাঁচাতেও ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে ঘরের কোণায় রেখে দিন। দেখবেন, পোকামাকড় দূরে থাকবে। আরশোলা, টিকটিকিসহ অন্যান্য পোকামাকড় দূর করতে এটি সাহায্য করে। 

ব্যথা কমাতে 

একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন। এর সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে দিন। এবার তা যে কোনো ব্যথার জায়গায় লাগিয়ে দিন। দ্রুত ব্যথা কমবে।

এনএম