লাইফস্টাইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
ঘর যতই পরিষ্কার করা হোক, কিছুদিন পর আবার ঘরের কোণা কিংবা বাথরুম ভরে যায় মাকড়সার জালে। ঘরে মাকড়সার ঝুল থাকলে দেখতে খুব খারাপ লাগে। তবে বিরক্তিকর এই পোকাটি দূর করতে পারেন ঘরোয়া কিছু উপায়ে।
নিয়মিত পরিষ্কার এবং কিছু প্রাকৃতিক উপাদানের ব্যবহার করলেই ঘরের কোণ, ছাদ, বাথরুম রাখা যাবে মাকড়সামুক্ত। চলুন বিস্তারিত জেনে নিই-

মাকড়সা তীব্র গন্ধ একেবারেই পছন্দ করে না। পেপারমিন্ট অয়েলের গন্ধ তাদের দূরে রাখতে সাহায্য করে। এক কাপ পানিতে ১০–১২ ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। বাথরুমের কোণ, জানলার চারপাশ, সিঙ্কের নিচে ও ঘরের কোণে ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত ২–৩ বার স্প্রে করুন। ফল পাবেন।
মাকড়সার জন্য প্রাকৃতিক রিপেলেন্ট ভিনেগার। সমপরিমাণ ভিনেগার আর পানি মিশিয়ে স্প্রে করে দিন ঘরের সেসব জায়গায়, যেখানে মাকড়সা বেশি দেখা যায়। ভিনেগারের গন্ধ মাকড়সাকে দূরে রাখে। পুরনো জাল সহজে সরানো যায়।

লেবুর সাইট্রাস গন্ধও মাকড়সার অপছন্দ। লেবুর খোসা ঘষে দিন দরজার ফ্রেম, জানলার কোণ, আলমারির পাশের মতো জায়গায়। চাইলে লেবুর রস ও পানির মিশ্রণ স্প্রে করেও ব্যবহার করতে পারেন। এতে ঘর সুবাসিতও থাকবে। মাকড়সা দূরে থাকবে।
বাথরুম বা স্যাঁতস্যাঁতে কোণে ২–৩টি ন্যাপথলিন বল রাখুন। মাকড়সার আনাগোনা কমবে। তবে বাড়িতে ছোট বাচ্চা বা পোষ্য থাকলে এটি সাবধানে ব্যবহার করুন।

লবঙ্গ ও দারুচিনির তীব্র গন্ধ মাকড়সাসহ অনেক রকম পোকাকেই দূরে রাখে। কয়েকটি লবঙ্গ বা দারুচিনি ছোট কাপড়ে বেঁধে বাথরুম বা জানলার পাশে ঝুলিয়ে দিন। চাইলে দারুচিনি-লবঙ্গের এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।
মাকড়সা সাধারণত শান্ত, ধুলোময় এবং কম আলোযুক্ত জায়গায় থাকে। তাই সপ্তাহে অন্তত এক দিন সব কোণ, সিলিং ও বাথরুম ভালো করে ঝাড়ু বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। পুরনো জাল পরিষ্কার না করলে মাকড়সা আবার নতুন জাল বাঁধতে শুরু করে।