লাইফস্টাইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম
খুশকি সমস্যায় যারা ভোগেন তাদের কাছে শীতকাল সময়টা দুর্বিষহ। মাথার ত্বকে ক্রমাগত চুলকানি, চুল আঁচড়ালেই ঝরে পড়া খুশকি, গাঢ় রঙা পোশাক পরলে ঘাড় জুড়ে খুশকির তুষারপাত— সব থেকে মুক্তি পেতে হন্যে হয়ে উপায় খোঁজেন ভুক্তভোগীরা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন লেবু পাতায়।
লেবু পাতায় আছে সাইট্রিক অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং কিছু এসেনশিয়াল অয়েল, যা খুশকির সমস্যা মেটাতে পারে। পাশাপাশি, চুলের স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে এটি।

লেবু পাতায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা খুশকি কমাতে এবং মাথার ত্বকে নানা ধরনের ছত্রাক জনিত সমস্যা দূর করতে সাহায্য করতে পারে।
প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্টের কাজ করতে পারে লেবু পাতা। যাদের মাথার ত্বক তৈলাক্ত তাদের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।

চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধিতেও সাহায্য করে লেবুর পাতা। এটি চুলকে পরিষ্কার করতে এবং প্রাকৃতিক ঔজ্জ্বল্য আনতেও সাহায্য করতে পারে।
মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে লেবু পাতা।

চুলকে ঝলমলে রাখতে এবং খুশকি কমাতে সাহায্য করে এটি। এজন্য লাগবে ১ মুঠো লেবু পাতা এবং ৩ কাপ পানি। পানি ফুটতে দিন এবং পাতাগুলো তাতে দিয়ে দিন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত পাতাগুলো ফোটান। ঠান্ডা হতে দিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল এবং মাথার ত্বক ধুয়ে নিন। এরপর আর সাধারণ পানি দিয়ে চুল ধুতে হবে না।
খুশকি তাড়ানোর জন্য লেবু পাতার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এই প্যাক তৈরিতে লাগবে ৫-৬টি লেবু পাতা এবং ১-২ চামচ নারকেল তেল অথবা টক দই। প্রথমে লেবু পাতা ভালোভাবে বেটে নিন। এর সঙ্গে মেশাল নারকেল তেল বা দই। এই প্যাকটি কেবল মাথার ত্বকে লাগাবেন। ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।