images

লাইফস্টাইল

কেএফসিতে চলছে ‘ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট’

লাইফস্টাইল ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ‘ইন্টারন্যাশনাল বার্গার ফেস্টে’র আয়োজন করেছে। এই ফেস্ট চলাকালে আন্তর্জাতিক মানের পাঁচটি ফ্লেভারের বার্গারের অনন্য স্বাদ পাবেন বার্গারপ্রেমীরা।

এগুলো হলো হট ন্যাশভিল জিঙ্গার, ক্যারিবিয়ান স্পাইসি জিঙ্গার, মাইটি মরক্কান জিঙ্গার, মেক্সিকান সালসা জিঙ্গার এবং চিজে ভরপুর ইতালিয়ান চিজি জিঙ্গার। এসব ভিন্ন ভিন্ন স্বাদে বার্গারপ্রেমীদের দেবে নতুন অভিজ্ঞতা।

সবগুলো জিঙ্গারে সিগনেচার হট ক্রিস্পি ফিলেতেই রয়েছে জিঙ্গারের আসল ম্যাজিক।

FJKC

‘লিমো জিঙ্গার বক্স’ এই ফেস্টেরই একটি বিশেষ সংযোজন যেখানে প্রতিটি কাস্টমার সব বার্গার একইসাথে উপভোগ করতে পারবেন। 

এই আন্তর্জাতিক স্বাদের জিঙ্গারগুলো এখন পাওয়া যাচ্ছে দেশের সব কেএফসি আউটলেটে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ের মাধ্যমে।

ঘরে বসেই উপভোগ করতে চাইলে অর্ডার করুন KFC অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। 

ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘কেএফসির জিঙ্গার সর্বদাই বাংলাদেশি বার্গার প্রেমীদের ভালোবাসার শীর্ষ স্থানে রয়েছে। জিঙ্গারের প্রতি এই ভালোবাসা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা বিশ্বাস করি সবগুলো ইন্টারন্যাশনাল ফ্লেভারের সমন্বয়ে আমাদের এই বার্গার ফেস্ট সবার মন জয় করে নেবে।’

এজেড