images

লাইফস্টাইল

সুদর্শন পুরুষ হওয়ার উপায়

লাইফস্টাইল ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ১০:৫২ এএম

সুদর্শন হওয়া মানে কেবল সুন্দর চেহারা নয়। বরং ব্যক্তিত্ব, স্বাস্থ্য, পোশাকের রুচি ও আচরণ—সব মিলিয়ে গড়ে ওঠে ‘সুদর্শনতা’। বিশেষজ্ঞদের মতে, সচেতন কিছু অভ্যাস একজন পুরুষকে করে তুলতে পারে আরও আত্মবিশ্বাসী ও সুদর্শন।

জেনে নিন এমন কিছু উপায় সম্পর্কে যার মাধ্যমে একজন পুরুষ সবার চেয়ে আকর্ষণীয় হয়ে উঠতে পারে-

ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা

বিশ্লেষকদের মতে, সুদর্শন হওয়ার প্রথম ধাপ হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। নিয়মিত গোসল, চুল ও দাঁতের যত্ন, পরিচ্ছন্ন পোশাক—সবকিছুই একজন পুরুষের বাহ্যিক ইমেজ তৈরি করে।

boy

পোশাকের রুচি ও শৈলী

পোশাকেও প্রয়োজন সামঞ্জস্যপূর্ণ বেছে নেওয়া। নিজের শারীরিক গঠন ও পরিবেশ অনুযায়ী পোশাক পরিধান করলে অনেক বেশি পরিপাটি ও মার্জিত দেখায়। বিশেষজ্ঞদের মতে, মৌলিক রঙের পোশাক যেমন সাদা, নেভি বা ধূসর পুরুষদের আরও আত্মবিশ্বাসী করে তোলে।

ত্বকের যত্ন

ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিতে হবে। রোদে সানস্ক্রিন ব্যবহার, মুখ ধোয়ার অভ্যাস ও পর্যাপ্ত ঘুম সুস্থ ত্বকের জন্য জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

fit

ফিটনেস বজায় রাখা

ফিটনেসও অন্যতম চাবিকাঠি। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ—সব মিলিয়ে একজন সুস্থ দেহের অধিকারী পুরুষ বেশি আকর্ষণীয় বলে মনে করেন অনেকে।

আচরণ ও ব্যক্তিত্ব

তবে শুধু বাহ্যিক বিষয় নয়, আচরণ এবং আত্মবিশ্বাস একজন পুরুষকে সত্যিকার অর্থে ‘সুদর্শন’ করে তোলে। ভদ্র ব্যবহার, হাস্যোজ্জ্বল চেহারা ও আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি সমাজে একজন পুরুষকে আলাদা করে তোলে।

bts

সুদর্শনতা কোনো জন্মগত গুণ নয়, এটি গড়ে তোলা যায়। চাই শুধু নিজের প্রতি যত্ন ও ইতিবাচক মনোভাব।

আরও পড়ুন: জীবনসঙ্গী কেমন হওয়া উচিত?

বিশেষজ্ঞদের মতে, পুরুষদের সৌন্দর্য নিয়ে সামাজিক সচেতনতা বাড়ছে, এটি একটি ইতিবাচক দিক। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, একজন সুদর্শন পুরুষ মানেই একজন পরিপূর্ণ মানুষ—যিনি নিজের যত্ন নেন, অন্যকে সম্মান করেন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখেন।