images

লাইফস্টাইল

বেসিন ও সিংকে পানি আটকে গেলে করণীয়

ফিচার ডেস্ক

২৩ জুন ২০২২, ১০:৩৬ এএম

বেসিন বা সিংকের পানি বের হওয়ার পাইপ অনেক সময় ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে যায়। তখন পানি আটকে থাকে। পাইপ বন্ধ হলে বেসিন বা সিংকের মধ্যে জমে থাকে নোংরা পানি। একই সমস্যা অনেক সময় দেখা দেয় বাথরুমেও। তখন পাইপ পরিষ্কার করার জন্য মিস্ত্রি ডাকতে হয়। চাইলে আপনিও এই সমস্যার দ্রুত সমাধান করতে পারেন। 

বেসিন বা সিংকের পাইপ বন্ধ হলে অনেকেই পানি বের করতে সাবানের গুড়া ঢালেন। কেউবা গরম পানি ঢালেন। আবার শক্ত কাঠি দিয়ে খোঁচাখুঁচিও করেন। সব মিলিয়ে বিড়ম্বনার অন্ত নেই। 

sinkছোট্ট একটি টোটকাতেই সেই সমস্যা থেকে রেহাই মিলতে পারে। কী সেই টোটকা? সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, পাইপের মধ্যে একটু হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিতেই পানি চোখের পলকে বের হতে শুরু করেছে। 

‘মিসেস হিঞ্চ’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে এই টোটকাটি। 

প্রতিদিনের জীবনের হরেক রকম ছোটখাটো সমস্যার সমাধান দিয়ে থাকেন ওই ব্যক্তি। ফলোয়ারের সংখ্যা ৪০ লক্ষেরও বেশি। 

sinkওই ব্যক্তির দাবি পাইপের মুখ বন্ধ হয়ে থাকার মূল কারণ শরীরের লোম ও চুল সাবান শ্যাম্পু ও অন্যান্য বর্জ্য পদার্থের সঙ্গে মিশে দলা পাকিয়ে যায়। যা বন্ধ করে দিতে পারে পাইপের মুখ। হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিল এই চুল আলগা হয়ে আসে ও খুলে যায় পাইপ। তবে আদতে এই প্রক্রিয়া কতটা কার্যকর, তা অবশ্য বলতে পারেননি কেউ।

এজেড