images

লাইফস্টাইল

সুখী জীবনের গোপন রহস্য জানুন

লাইফস্টাইল ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:২০ পিএম

জীবনে সুখী হতে কে না চায়? কিন্তু সকলের জীবনে যেনো সুখী হওয়া হয়ে ওঠে না। কেননা, সুখী হওয়াটা অনেকে কিছুর ওপর নির্ভর করে। জীবনে সুখী হওয়াটা কখনো কখনো ব্যক্তির একার ওপর নির্ভরশীল নয়। পারিপার্শ্বিক অনেক কিছুই এর সঙ্গে জড়িত। জেনে নিন সুখী জীবনের গোপন রহস্য!

জনপ্রিয় গল্পকার এবং কবি গ্যারি টার্ক। পুরস্কার বিজয়ী ব্রিটিশ এই কমেডিয়ান তার নিজের জীবনের অভিজ্ঞতায় শুনিয়েছেন কীভাবে তিনি শত প্রতিকূলতা এড়িয়ে সুখী জীবন যাপন করেন।

life
জীবনকে নতুনভাবে উপলব্দি করতে শিখেছেন খ্যাতনামা ব্রিটিশ তারকা গ্যারি টার্ক

এক বক্তৃতায় গ্যারি বলেন, জীবনে সুখী হতে  চাইলে অন্যের অভিজ্ঞতা শুনুন। তারা কীভাবে যাদের জীবন যাপন করেছেন তা জানুন। বিশেষ করে বয়স্কদের মুখ থেকে তাদের গল্প শুনুন। যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

গ্যারি বলেন, সব মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গী আছে, কিন্তু তারপরও কখনো কখনো আমাদের অন্যদের দৃষ্টিভঙ্গী গ্রহণ করতে হয়। কেননা, সফল মানুষের দৃষ্টিভঙ্গী সব সময় ইতিবাচক হয়।

তিনি জানান,  গ্যারি ছোটবেলা থেকেই অনুভব করতে পেরেছিলেন যে বাড়ির বাসিন্দাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

‘একটি গৃহে বেড়ে ওঠতে গিয়ে আমি শিখেছি, অনুভব করেছি যে, প্রবীণদের ধ্যান-ধারণা সাদরে গ্রহণ করতে হয়। তারা জীবনে বাঁধা মুখে পড়ে অনেক কিছু শিখেছেন। যা আমার  জন্য নতুন করে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ’ বলছিলেন জীবন শিল্পী গ্যারি।

গ্যারি জীবনের তাড়াহুড়ো সম্পর্কেও কথা বলেছেন। তিনি বলেছেন সিদ্ধান্ত, কাজের চাপ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কেও।

happy lifeগ্যারির ভাষ্য, আমরা আমাদের জীবন এমনভাবে বাঁচি যেন আমাদের কাছে অফুরন্ত সময় আছে। কিন্তু আমাদের মৃত্যু সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। মৃত্যু আপনাকে কেবল অস্তিত্বের পরিবর্তে সত্যিকারের আপনার জীবন যাপন করতে মনে করিয়ে দেবে।

গ্যারির মতে, জীবনে সুখী হতে চাইলে শুধু নিজেরটা আগে এই ধারণা পরিহার করতে হবে। অন্যকে বিলিয়ে দিয়েও নিজেরটা পাওয়া যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

এজেড