images

লাইফস্টাইল

চুল পড়া কমাবে ফিটকিরি, কীভাবে ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক

০১ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম

চুল পড়া সমস্যায় ভুগছেন না এমন মানুষের সংখ্যা কম। শ্যাম্পু, হেয়ার স্পা, হেয়ার প্যাক, নানারকম ঘরোয়া টোটকা ব্যবহার করেন অনেকেই। ফলাফলে হতাশা ছাড়া কিছুই জোটে না। আঁচড়ালেই গোছা গোছা চুল চিরুনির সঙ্গে চলে আসে। তাহলে উপায়? 

বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া কমাতে ভরসা রাখতে পারেন ফিটকিরিতে। এটি মাথার ত্বক থেকে জমে থাকা নোংরা, খুশকি তাড়াতে দারুণ কার্যকরী। পাশাপাশি চুলের গোড়ায় হওয়ার সংক্রমণের ঝুঁকি কমায় ফিটকিরি। 

hair_fall

চুলের জন্য কেন উপকারী ফিটকিরি?

ফিটকিরিতে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ড্যানড্রফ উপাদান। এসব উপাদান চুলের যত্ন নেয়, হেয়ারফল কমায়। ফিটকিরি মাথার ত্বকে পুষ্টি জোগায়। চুলের গোড়া শক্তিশালী করে। ফলে কমে চুল পড়া। মাথার ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে গেলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। ফিটকিরি মাথার ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে।

চুল পড়া কমাতে কীভাবে ফিটকিরি ব্যবহার করবেন? 

ফিটকিরি ও গোলাপজল

রূপচর্চায় গোলাপজলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১ টেবিল চামচ ফিটকিরি গুঁড়োর সঙ্গে ৩-৪ চামচ গোলাপজল মিশিয়ে নিন। স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে রাখুন। চুলের গোড়ায় মিশ্রণটি স্প্রে করে মাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। দিনে ২-৩ বার এই টোটকা ব্যবহারে উপকার পাবেন।

fitkari1

ফিটকিরি ও নারকেল তেল

১ চামচ ফিটকিরির সঙ্গে ২-৩ চামচ নারকেল তেল গরম করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে মালিশ করুন। ৩০-৪৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ বার এই মিশ্রণ ব্যবহার করলেই চুল পড়া কমবে।

ফিটকিরি মেশানো পানি 

অন্য কোনো উপকরণ না থাকলে শুধু ফিটকিরিই ব্যবহার করতে পারেন চুলের যত্নে। এক চামচ ফিটকিরি গুঁড়া আধকাপ পানিতে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে মাথার ত্বকে এবং চুলের গোড়ায় মালিশ করুন। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। চুল পড়াও কমবে। 

এনএম