লাইফস্টাইল ডেস্ক
২৮ জুন ২০২৫, ০৫:০৫ পিএম
সোশ্যাল মিডিয়ার এই যুগে অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ফোনে দীর্ঘসময় কথা বলার সময় এখন আর হয় না। এর পরিবর্তে বেছে নেন মেসেজিং।
একজন ব্যক্তির মনে কী চলছে তা মেসেজ পড়ে বোঝা কঠিন। মেসেজ পড়ে ব্যক্তির অনুভূতি জানা সহজ নয়। তাহলে উপায়? মেসেজের কিছু কিছু বিষয় খেয়াল করে বোঝা সহজ অপরপক্ষের মানুষ আপনাকে ভালোবাসে কিনা। চলুন বিস্তারিত জেনে নিই-

মেসেঞ্জারে ব্যক্তির ফেসবুকের নাম দেখানো হয়। তবে এমন যদি হয় আপনার সঙ্গে চ্যাট করা ব্যক্তিটি ফেসবুকে আপনার নিকনেম সেট করেছেন তাহলে বুঝতে হবে তার হৃদয়ে আপনার জন্য ভালোবাসার ঘণ্টা বেজেছে।
যখন কোনো ব্যক্তি কারো সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন তখন চ্যাটের সময় অনুভূতি প্রকাশ করতে খুব বেশি ইমোজি ব্যবহার করে না। ব্যবহার করলেও খুব কম। কিন্তু কেউ যখন তার পছন্দের ব্যক্তির জন্য চ্যাট করেন তখন প্রচুর ইমোজি ব্যবহার করেন। বিশেষত হার্ট ইমোজি। মেয়েরা এমনটা বেশি করে থাকেন।

যার সঙ্গে চ্যাটিং করছেন তিনি কি সবসময় আপনার সঙ্গে কথা বলতে প্রস্তুত থাকেন? এমনটা হলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। তিনি সবসময় আপনার সঙ্গে কথা চালিয়ে যাওয়ার বাহানা খুঁজবেন। আপনার দৈনন্দিন জীবনের সব রুটিন সম্পর্কে জানতে চাইবেন।
কেউ যদি আপনাকে পছন্দ করে তাহলে বারবার চ্যাটে আপনার সঙ্গে দেখা করার কথা বলবে। আপনার সঙ্গে দেখা করার অজুহাত খুঁজতে থাকবে। তাই যার সঙ্গে চ্যাটিং করছেন তিনি যদি বারবার দেখা করতে চান তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন।

চ্যাটিং করা ব্যক্তিটি যদি আপনার প্রতিটি সোশ্যাল আপডেটের ওপর নজর রাখে, তাহলে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছে। আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন থেকে শুরু করে কী পোস্ট দিচ্ছেন, কারা কমেন্ট করছে সব খেয়ালে রাখবে সে।
যার সঙ্গে চ্যাটিং করছেন তিনি যদি তার ব্যক্তিগুলো বিষয়গুলো আপনার সঙ্গে শেয়ার করা শুরু করে তাহলে বুঝে নিন তিনি আপনাকে ভালোবাসতে শুরু করেছে। একজন ব্যক্তি তার বিষয়গুলো কেবল তাদের কাছেই বলে যাদের সে নিজের মনে করে।
এনএম