লাইফস্টাইল ডেস্ক
১৬ জুন ২০২৫, ১০:০৭ এএম
ক্যানসার একটি ভয়াবহ নাম। যার সাথে আজকাল কমবেশি আমরা সবাই পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যমতে, প্রতিবছর বিশ্বে প্রায় এক কোটি মানুষ ক্যানসারে মারা যান। বাংলাদেশেও বাড়ছে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই তা প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য। কিন্তু সমস্যা হলো, অনেকেই শরীরের ছোট ছোট লক্ষণগুলো উপেক্ষা করেন, যা হয়তো ক্যানসারের প্রথম সতর্ক সংকেত।
এই প্রতিবেদনে তুলে ধরা হলো—কোন কোন লক্ষণে বুঝবেন শরীরে ক্যানসার বাসা বেঁধেছে।
আপনি যদি ডায়েট বা শরীরচর্চা না করেও হঠাৎ করে ৫–৬ কেজি ওজন হারিয়ে ফেলেন, সেটি চিন্তার বিষয়।
এটি পাকস্থলি, ফুসফুস, যকৃত বা অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্রের বাইরেও রক্তপাত।
মলত্যাগ বা প্রস্রাবের সময় রক্ত আসা।
কফের সঙ্গে রক্ত বের হওয়া—এগুলো ক্যানসারের সম্ভাব্য লক্ষণ।
ত্বকে হঠাৎ কোনো নতুন আঁচিল, তিল বা দাগের আকার ও রঙ পরিবর্তন।
চুলকানি বা রক্তপাত—ত্বকের ক্যানসারের পূর্বাভাস হতে পারে।

শরীরে প্রতিরোধ ব্যবস্থার ওপর ক্যানসারের প্রভাব পড়লে দেহ দুর্বল হয়ে পড়ে।
হঠাৎ হঠাৎ জ্বর আসা, তীব্র ক্লান্তি—রক্তের ক্যানসার (লিউকেমিয়া) বা অন্যান্য সংক্রমণ সম্পর্কিত ক্যানসারের লক্ষণ হতে পারে।
গলায়, বগলের নিচে বা কুচকির পাশে শক্ত গাঁট অনুভব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
এটি থাইরয়েড, স্তন, বা লিম্ফ ক্যানসারের ইঙ্গিত হতে পারে।

খাবার গিলে খেতে সমস্যা হওয়া বা সবসময় গলা আটকে যাওয়ার অনুভূতি—গলাব্যথা, খাদ্যনালী বা ফুসফুসের ক্যানসারের লক্ষণ।
তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে কিংবা গলায় খুসখুসে ব্যথা থাকলে সতর্ক হোন।
এটি গলা বা ফুসফুসের ক্যানসারের পূর্বাভাস হতে পারে।
বদহজম, পেট ফাঁপা, মলত্যাগে সমস্যা দীর্ঘস্থায়ী হলে তা অন্ত্র বা পাকস্থলির ক্যানসারের লক্ষণ হতে পারে।
যদি প্রস্রাব বা মলত্যাগের অভ্যাস হঠাৎ বদলে যায় (খুব ঘন ঘন, বা খুব কষ্টসহকারে), সেটি প্রোস্টেট বা মূত্রাশয়ের ক্যানসার নির্দেশ করতে পারে।

ফোলা, ব্যথা, নিপল থেকে নির্গত তরল—এগুলো স্তন ক্যানসারের সাধারণ লক্ষণ।
উপরোক্ত যে কোনো লক্ষণ যদি ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখবেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হলে তা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা অনেক সহজ।
আরও পড়ুন: চামড়ার নিচে ব্যথাহীন মাংসপিণ্ড কেন হয়? সতর্কতা জরুরি
ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন
নিয়মিত ব্যায়াম করুন
বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান
পরিবারের ইতিহাস থাকলে আরও সতর্ক থাকুন
ক্যানসার কোনো অভিশাপ নয়—ঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসা শুরু করলে জীবন বাঁচানো সম্ভব। তাই শরীরের ছোটখাটো পরিবর্তনকে অবহেলা না করে গুরুত্ব দিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।
এজেড