images

লাইফস্টাইল

শরীরের এসব অংশে ভুলেও পারফিউম লাগাবেন না!

লাইফস্টাইল ডেস্ক

০২ জুন ২০২৫, ০৬:১২ পিএম

শরীরের দুর্গন্ধ দূর করতে আমরা সবাই ই সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে থাকেন। এটি ব্যবহার করলে আমরা সতেজ অনুভব করি। তাই বলে কি পুরো শরীরেই সুগন্ধি দেওয়া যায়? না। শরীরের কিছু অংশ রয়েছে যেখানে ভুলেও পারফিউম দেওয়া উচিত নয়। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই- 

বগলের নিচে পারফিউম লাগাবেন না: 

ভুল করেও সরাসরি বগলে সুগন্ধি লাগানো উচিত নয়। আন্ডারআর্মের ত্বক খুবই সংবেদনশীল। এই অংশে সরাসরি পারফিউম লাগালে ত্বকের ক্ষতি হতে পারে। 

perfume2

মুখে সুগন্ধি লাগাবেন না: 

সুগন্ধিতে থাকে রাসায়নিক এবং অ্যালকোহল। মুখে বা চোখের চারপাশে ভুল করেও এটি ব্যবহার করবেন না। মুখের ত্বকে পারফিউম ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। 

ক্ষতস্থানে পারফিউম ব্যবহার করবেন না: 

শরীরের যে অংশে ক্ষত আছে, তাতে ভুল করেও সুগন্ধি লাগানো উচিত নয়। সুগন্ধি ব্যবহারের আগে ক্ষতস্থানটি শুকানো জরুরি। নয়তো ইনফেকশন বাড়তে পারে। 

perfume3

গোপনাঙ্গে পারফিউম ব্যবহার করবেন না: 

ভুল করেও গোপনাঙ্গে সুগন্ধি ব্যবহার করা উচিত নয়। শরীরের এই অংশে পারফিউম ব্যবহার করলে ব্যথা, জ্বালাপোড়া এবং ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। 

এনএম